শিরোনাম

খুলনা, ১৮ ডিসেম্বর, ২০২৫(বাসস): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি-২০২৫)।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) যুক্ত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
তিনি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কুয়েটের এই আয়োজন তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে”।
এতে চিফ প্যাট্রন ও কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী বলেন, “বৈশ্বিক প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। এই কনফারেন্সে উপস্থাপিত গবেষণাপত্রগুলো থেকে প্রাপ্ত ফলাফল আমাদের দেশের শিল্প খাতের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে”।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া।
সম্মেলনের কারিগরি কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন কুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলাম এবং কনফারেন্স চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।
অর্গানাইজিং চেয়ার হিসেবে যুক্ত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ ইমরান হোসেন।
১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই আন্তর্জাতিক সম্মেলনে ইলেকট্রিক্যাল ও আইসিটি খাতের আধুনিক গবেষণা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন।
ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই)-এর সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের কয়েকশ গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
তিন দিনব্যাপী সম্মেলনে বিশ্বের ১৫টি দেশ থেকে ১০৪২টি টেকনিক্যাল পেপার থেকে বাছাইকৃত ১৪২টি টেকনিক্যাল পেপার মোট ২৫টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হবে।
সম্মেলনে আমেরিকা, ফ্রান্স, জাপান, কানাডা, তাইওয়ান, থাইল্যান্ড, আরব আমিরাত, সৌদি আরব, ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা অংশগ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী এবং দেশি-বিদেশি গবেষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় কনফারেন্সের আনুষ্ঠানিক সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র সচিব (ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনস অ্যান্ড কনস্যুলার অ্যাফেয়ার্স) এম. ফরহাদুল ইসলাম।