শিরোনাম

চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি নির্মাণাধীন ভবন থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারি মো. নাছিরকে (৫০) আটক করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ধুমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে র্যাব-৭-এর একটি নিয়মিত টহল দল পতেঙ্গার ধুমপাড়া এলাকায় টহল দিচ্ছিল। র্যাব টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। তল্লাশিকালে ভবনটির ভেতরে থাকা একটি খড়ের গাদার নিচ থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে আটক করা হয় মাদক কারবারি মো. নাছিরকে।
অভিযান ও ইয়াবা উদ্ধারের বিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটককৃত নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।