শিরোনাম

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং জুলাই যোদ্ধা ওসমান হাদির স্বাস্থ্যগত সর্বশেষ অবস্থা পর্যালোচনার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার জোটের এক জরুরি সভা গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
জোটের মুখপাত্র নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ-সভাপতি সাইদুল খন্দকারসহ জোটভুক্ত তিন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সভায় হাদির উপর হামলাকারীরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর আরও উদ্যমী ও সঠিক ভূমিকা দাবি করে ওসমান হাদির উপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদের জন্য সমন্বিত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে একটি উপ-কমিটি এবং জোটের রাজনৈতিক ইশতেহার, ব্র্যান্ডিং ও প্রচারণা কৌশল প্রণয়নের জন্য পৃথক আরেকটি উপ-কমিটি গঠন করা হয়।
এছাড়া সভায় ফ্যাসিবাদের মূল শক্তি ও তাদের দোসরদের নানাভাবে প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। এ প্রসঙ্গে জোটের নেতৃবৃন্দ তীব্র সমালোচনা করে বলেন, প্রয়োজনে জেলা ও আসনভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করে ফ্যাসিবাদের প্রক্সিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। একই সঙ্গে তিন দলের নগর, জেলা ও তৃণমূল পর্যায়ে সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন, সারোয়ার তুষার, আরিফুল ইসলাম আদীব, নাহিদা সারোয়ার নিভা, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, মনিরা শারমিন, আল আমিন হোসাইন ও মাজহারুল ইসলাম ফকির, এবি পার্টির ডা. আব্দুল ওহাব মিনার, কর্নেল (অব.) দিদারুল আলম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, খালিদ হাসান ও ব্যারিস্টার আব্বাস ইসলাম নোমান এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের এ জেড নিজাম উদ্দিন ঠাকুর, দিদার ভূঁইয়া, মোহাম্মদ সোহেল, ইবনুল সাঈদ রানা, উম্মে হাবীবা মায়া ও লামিয়া ইসলাম প্রমুখ।