শিরোনাম

ভোলা, ১৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
আজ দুপুর দেড়টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সাংবাদিকবৃন্দ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মতামত ও পুলিশের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, আব্দুল বারেক, বাসস জেলা প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, কালবেলা প্রতিনিধি উমর ফারুক, নয়া দিগন্ত প্রতিনিধি অ্যাড. সাহাদাত শাহীন, প্রথম আলোর প্রতিনিধি নেয়ামত উল্যাহ, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা, সমকাল প্রতিনিধি নাসির লিটন, মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম, সাংবাদিক মো. সুলাইমান প্রমুখ।
সভায় পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জেলা পুলিশের চলমান ও গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং উপস্থিত সাংবাদিকদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকেরা পরস্পরের সহযোগী। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
মতবিনিময় সভায় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ'সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।