শিরোনাম

শরীয়তপুর, ১৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় জাতীয় প্রবাসী ও আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান, জনশক্তি অফিস ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দিবসটি পালনে আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মিজ সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. অনন্যা, পুলিশ সুপারের প্রতিনিধি পালং মডেল থানার ওসি মে. শাহ আলম, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌ. মে.ঃ মোস্তাফিজুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা অহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক মো. মজিবুর রহমান ও মো. আবুল হেসেন সরদারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ,এনজিও প্রতিনিধি ও রেমিটেন্স যোদ্ধাগণ।
সভাশেষে তিনজন রেমিটেন্স যোদ্ধা নুরুল ইসলাম, মো. নুরুল হক ও সাইফুল ইসলামকে পুরস্কৃত করা হয়।