বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০

জাপানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফটোসেশনে অংশ নেন। ছবি : পিআইডি

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের সঙ্গে উদযাপন করেছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫। 

দিবসটি উদযাপনের অংশ হিসেবে জাপানের প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে আজ দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ সব তথ্য জানানো হয়েছে।
  
আলোচনা অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

এ সময় তিনি জাপান প্রবাসী বাংলাদেশীদের দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
     
অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।