শিরোনাম

রাজবাড়ী, ১৮ ডিসেম্বর,২০২৫( বাসস) জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবসও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কর্ম সংস্থান ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় র্যালি, আলোচনা সভা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সরকারি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কুলের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীদুল ইসলাম, ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় আলোচনায় আরও বক্তব্য রাখেন টিটিসি রাজবাড়ীর অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, রাজবাড়ী ভোকেশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ দাস প্রমুখ।
বক্তারা বলেন, একজন দক্ষ শ্রমিক ভাষা জেনে জাপানে পাঁচ বছর কাজ করতে পারলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবেনা । বক্তারা আরো বলেন অভিবাসনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ের দাবি। একই সঙ্গে তরুণ সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করতে হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত জব ফেয়ারে জেলার ১২ টি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয় এবং তরুণদের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।