বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮

নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালিত

নাটোর জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। ছবি : বাসস

নাটোর, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’-এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহীন সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বৈধ পন্থায় বিদেশ গমন করতে হবে এবং বৈধ পথে প্রবাসীদের অর্থ দেশে প্রেরণ করতে হবে। এ ব্যাপারে সচেতন জনগোষ্ঠিকে জনমত তৈরী করতে হবে।

বক্তারা আরো বলেন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে প্রবাসে যেতে হবে। তবেই উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত হবে, রেমিটেন্সও বৃদ্ধি পাবে। প্রবাস গমনেচ্ছুক ব্যক্তিদের জন্যে সরকার টিটিসিসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত করেছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার।

আলোচনা সভার আগে জেলা কালেক্টরেট ভবন চত্বরে একটি শোভাযাত্রা বের করা হয়।