শিরোনাম

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এস এম মামুনুর রহমান খলিলীর মায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. শামছুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার সন্ধ্যায় ঢাকার উত্তরার হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম মোমেনা খাতুন (৯০)। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা তিনি।
এক শোক বার্তায় বেগম মোমেনা খাতুনের রুহের মাগফিরাত কামনা করেন ড. মো. শামছুল আলম। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান।
তিনি কানাডা প্রবাসী চার্টার্ড একাউন্ট্যান্ট মাহফুজুর রহমান খলিলী, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলীর রত্নগর্ভা মা হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার বাদ এশা নিজ গ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।