বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:১৫

মরিশাসের বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ হাইকমিশন মরিশাসে যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন করা হয়েছে। ছবি: পিআইডি

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ হাইকমিশন মরিশাসে যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন করা হয়েছে। 

অনুষ্ঠানে মরিশাস প্রজাতন্ত্রের গৃহায়ণ ও ভূমিমন্ত্রী শাকিল আহমেদ ইউসুফ আবদুল রাজ্জাক মোহাম্মদ, শ্রম ও শিল্পমন্ত্রী মোহাম্মদ রেজা কাশেম এবং প্রধান নির্বাচন কমিশনার এম. আই আবদুল রহমানসহ দেশটির ব্যবসায়ী প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। 

অনুুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘ফেরা’ ও ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন করা হয়।

হাইকমিশনার ড. জোকি আহাদ বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধাসহ যারা নিজেদের সর্বোচ্চ মর্যাদা উৎসর্গ করেছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ও আদর্শের পরিপূর্ণ রূপ দিতেই এই গণঅভ্যুত্থান হয়েছিল। 

হাইকমিশনার অনুষ্ঠানে উপস্থিত মরিশাসের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রকৃত চিত্র তুলে ধরেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের দ্রুততম উন্নয়নশীল দেশের একটি। সরকারি-বেসরকারিসহ ১শ’ টিরও বেশি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের সুযোগও রয়েছে। এক্ষেত্রে সরকার ভূমি সুবিধাসহ অন্যান্য সকল সহায়তা এবং প্রণোদনা দিচ্ছে।

বাংলাদেশের গৌরবময় মহান বিজয় দিবস অনুষ্ঠানে যোগদানের জন্য মরিশাস প্রজাতন্ত্রের গৃহায়ণ ও ভূমি মন্ত্রী, শ্রম ও শিল্প মন্ত্রী এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ধন্যবাদ জানান হাইকমিশনার।

দু’দেশের মধ্যে স্থায়ী ঐতিহাসিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপরও জোর দেন তিনি। মরিশাস-বাংলাদেশ বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব চিরকাল টিকে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. জোকি আহাদ।

একপর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথীদের নিয়ে বিজয় দিবসের কেক কাটেন হাইকমিশনার আহাদ। 

এর আগে মঙ্গলবার সকালে হাইকমিশন প্রাঙ্গণে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।