বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ২০:৪৪

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেফতার ৪

কুমিল্লা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের কুমিল্লায় আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন: মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আতিকুর রহমান হেলাল (৫৫), মুরাদনগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন (৪৩), নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সুমন মিয়া (৪৪) ও মো. তফসির আহমেদ প্রকাশ রাব্বি (২৬)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, গ্রেফতারকৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।