শিরোনাম

ভোলা, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে জেলায় কর্মরত সাংবাদিক ও উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ মত বিনিময় করেছেন।
আজ বেলা সাড়ে ১১ টা থেকে চরফ্যাশনের বিভিন্ন থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ মতবিনিময় হয়।
সংাবাদিকগণ বেলা সাড়ে ১১ টায় শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলামের সাথে; দুপুর ১২ টায় দক্ষিণ আইচা থানার ওসি এহসানুল কবির ও দুপুর ১ টায় দুলারহাট থানার ওসি মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ওসিদের সাথে সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতিসহ চরফ্যাশনের মাদক, ইয়াবা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর বিভিন্ন পরিকল্পনা নিয়ে পারস্পরিক আলোচনা হয়।
এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও মাঠ পর্যায়ে বিভিন্ন বিশৃঙ্খলা দমনে পুলিশ ও সাংবাদিকদের করণীয় সম্পর্কে বিষয়ে আলোচনা করা হয়।
আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সাংবাদিক পুলিশ পরস্পর যৌথ সহযোগী হওয়ার আহ্বান জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান সদস্য, সচিব এম লোকমান হোসেন, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন, সদস্য জুলকারনাইন, প্রভাষক ফুয়াদ, এম নুরনবী, হাবিবুর রহমান, এইচ নোমান প্রমুখ।