বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৪
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ২১:০৮

কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকায় কুরআন খতম শেষে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শহীদুল্লাহ রতন, কুমিল্লা জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ ও সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর রহমান ও সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান প্রমুখ।

দোয়া-মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।