বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১২

পটুয়াখালীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে গোলটেবিল বৈঠক

ছবি : বাসস

পটুয়াখালী, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ স্লোগানে পটুয়াখালীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে সুজন—সুশাসনের জন্য নাগরিক, পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহরের মল্লিকা রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শিরোনামে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন, সুজন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত।

বৈঠকে বক্তব্য দেন, সুজন বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সুজন ভোলা জেলা কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সুজন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল এবং সুজন বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ।

বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য নাগরিক সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 

বক্তারা আরো বলেন, একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন নাগরিকের অংশগ্রহণ ও সংগঠিত উদ্যোগ অপরিহার্য। 

নির্বাচন ব্যবস্থা সংস্কার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারের লক্ষ্যে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।

এ বৈঠকে উপস্থিত ছিলেন, পটুয়াখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী ও সুধীজনেরা।