শিরোনাম

নীলফামারী, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় জব ফেয়ারে আবেদন পড়েছে দুই সহস্রাধিক দক্ষ ও অদক্ষ চাকরি প্রত্যাশীর। আজ বুধবার শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) দিনব্যাপী এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে টিটিসি চত্বরে জব ফেয়ারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুস সামাদ শিকদার।
এ সময় তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। এ ধরনের জব ফেয়ার তরুণদের কর্মজীবনে প্রবেশে সহায়ক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাসুদ রানা বলেন, টিটিসিতে অর্জিত কারিগরি দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সরাসরি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।
টিটিসির প্রশিক্ষণার্থী ছাড়াও দক্ষ-অদক্ষ তরুণ-তরুণীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে জীবন বৃত্তান্ত জমা দিতে পারছেন।
অধ্যক্ষ মো. মাসুদ রানা জানান, জব ফেয়ারে ১১টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এেেত দুই হাজারের অধিক চাকরি প্রত্যাশীর জীবনবৃত্তান্ত জমা পড়েছে। চাকরিদাতা প্রতিষ্ঠান সেগুলো যাচাই-বাছাই করে চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করবে।