শিরোনাম

কুষ্টিয়া, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): মহান বিজয় দিবস উপলক্ষে আজ কুষ্টিয়া জেলায় বসবাসরত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকাল দশটার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনস-এর সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
এ সময় র্যাব-১২ কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার, ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ইন সার্ভিস কুষ্টিয়া বদরুজ্জামান জিল্লু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ প্রমুখ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি পুলিশের বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ গড়ার মুক্তি সংগ্রামে বিশেষ অবদান রাখে পুলিশ বাহিনী। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের আত্মত্যাগ ও অবদানের এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।