বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩

হবিগঞ্জে বাস-লরির সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ, ১৭ ডিসেম্বর ২০২৫ ( বাসস):জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও লরির সংঘর্ষে আল মোবারাকা পরিবহনের সুপারভাইজার সৈয়দ আশরাফুজ্জমান ফয়সাল (৪৫) নিহত হয়েছেন। তিনি ঢাকার শ্যামলী এলাকার সৈয়দ এস এন জামালের পুত্র।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেটগামী ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫ নম্বরের একটি তেলবাহী লরির পেছনে ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩ নম্বরের আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

এ সময় বাসের সুপারভাইজার সৈয়দ আশরাফুজ্জামান ফয়সাল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা আসলে তাদের হাতে লাশ হস্তান্তর করা হবে।