শিরোনাম

কিশোরগঞ্জ, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
আজ বুধবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহসভাপতি মো. আমিরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি প্রার্থী মো. মাজহারুল ইসলাম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জানান, দলের ভেতরের সব মতভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করবেন।