বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫

বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়া ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৪৫),চাঁপাচিল পিরব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জহরুল ইসলাম (৩৮) এবং ৩ নম্বর ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাকিরুল ইসলাম (৫৬) কে গ্রেপ্তার করা হয়েছে। ।  ছবি : বাসস

বগুড়া, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যা, বিস্ফোরক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিন্দারা এলাকার মো. রেজাউল করিম (৪৫), শিবগঞ্জ উপজেলার চাঁপাচিল পিরব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জহরুল ইসলাম (৩৮) এবং নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাকিরুল ইসলাম (৫৬)। 

আজ বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, রেজাউল করিমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া জাকিরুল ইসলামের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় হত্যা চেষ্টা, মারধর ও বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে মারিয়া বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।