বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪২

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি  ও পাবলিক  প্রসিকিউটর (পিপি) মল্লিক মঈন উদ্দিন সুহেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা বারের আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হক।
আরও অংশগ্রহণ করেন জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, খেলাফত মজলিসের শাখাওয়াত হোসেন মোহন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, সাংবাদিক খলিল রহমান, সেলিম আহমদ তালুকদার,  বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হকসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

এ সময় বক্তারা জেলায় চুরি বন্ধ, তাহিপুরের যাদুকাটায় বিভিন্ন পয়েন্টে চাঁদা আদায়, ঘাগড়াঘাট খেয়াঘাটে খাস কালেকশনের নামে অক্তিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানান।