শিরোনাম

চাঁদপুর, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এমন একটি ঐতিহাসিক দিনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। চাঁদপুর জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বপ্রথম আমিই মনোনয়নপত্র সংগ্রহ করেছি, যা আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও।
তিনি আরও বলেন, ১৭ বছর ধরে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করেছি। আজ সেই কাঙ্ক্ষিত সময় সামনে এসেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে দেশবাসী একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার পাবে।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও দেওয়ান মো. শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরীসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।