বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৮
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯

মুন্সীগঞ্জে অস্ত্র ও মাদকসহ ২ জন আটক

মুন্সীগঞ্জ সদর থানায় আটককৃত অস্ত্র। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন, মো. স্বপন মিয়া (৫০) ও ইসমাইল হোসেন (৩৫)। স্বপন মিয়া সদর থানার উত্তর ইসলামপুরের নুরুল ইসলাম মিয়ার ছেলে এবং ইসমাইল হোসেন একই থানার চরডুমুরিয়া এলাকার মৃত মীর আব্দুল হাইয়ের ছেলে।

সদর থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সুপার মার্কেট এলাকার পিটিআই গেটের সামনে থেকে ১টি দেশীয় চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু এবং ১ টি বাটালসহ স্বপন মিয়াকে আটক করা হয়।

অপর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ নতুন গাঁও এলাকা থেকে ভদকাসহ ইসমাইল হোসেনকে আটক করে।
তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।