বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ০০:০৯

ভিয়েতনামে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন

ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। সন্ধ্যায় বিজয় দিবস উদযাপনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের বাসভবনে। ব্যানার, ফেস্টুন, ফুল ও রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয় রাষ্ট্রদূতের বাসভবন। 

ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ সেখানে উপস্থিত ছিলেন। 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান মহান মুক্তিযুদ্ধের নেতা, অসংখ্য শহীদ, সম্ভ্রমহারা নারী ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে মহান বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এর চেতনা আমাদের সকল উন্নয়ন অগ্রযাত্রার মূলমন্ত্র। আগামী দিনগুলোতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুনভাবে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান রাষ্ট্রদূত।

সাংস্কৃতিক পর্বে ভিয়েতনামের শিশুরা বিজয় দিবসের গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে। প্রবাসী বাংলাদেশিরা বিজয়ের চেতনায় কবিতা আবৃত্তি এবং দূতাবাস আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক ও খেলাধুলা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।