শিরোনাম

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) ভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠান শেষ হয়েছে।
টিএসসির পায়রা চত্বরে ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২৫’ শীর্ষক বিজয় দিবসের এই অনুষ্ঠান গত ১৪ ডিসেম্বর শুরু হয়ে আজ ১৬ ডিসেম্বর শেষ হয়েছে।
আয়োজনের প্রথম দিনে ১৪ ডিসেম্বর সকাল দশটায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে টিএসসি ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণ শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি টিএসসি প্রাঙ্গণ থেকে মূল সড়ক ধরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থিত স্মৃতির চিরন্তনে গিয়ে শেষ হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
আয়োজনের দ্বিতীয় দিনে ছিলো স্বাধীন বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকা সেলাই কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল-পথ নাটক, শহীদদের স্মরণে ‘প্লানচেট বিতর্ক, কবিতা আবৃত্তি, নাচ, একক-সমবেত সংগীতসহ নানান আয়োজন।
সাংস্কৃতিক পর্বের শেষে শুরু হয় বিজয়ের কনসার্ট। অনুষ্ঠানে গান পরিবেশন করে ইলা লালালা, আপনঘর, কৃষ্ণপক্ষসহ বেশি কিছু ব্যান্ড দল।
আজ ১৬ ডিসেম্বর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে এই বিজয় দিবস অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানের আয়োজকদের একজন শাহরিয়ার নাজিম সীমান্ত বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি। স্বাধীন দেশে শহীদদের আত্মত্যাগ, নির্যাতন-নিপীড়নের শিকার নারী ও যুদ্ধকালীন আপামর মানুষের ত্যাগ-তিতিক্ষা ও আকাঙ্ক্ষা, তা তুলে ধরা ও বাস্তবায়নে আমাদের সকলের কাজ করে যেতে হবে।
টিএসসিতে আমাদের এই আয়োজনের উদ্দেশ্য ছিলো মুক্তিযুদ্ধের উপলব্ধি, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের অনুভব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। একইসঙ্গে প্রত্যেকে যেন সবক্ষেত্রে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস ও বিজয়ের প্রেরণা পায়, তা প্রসারিত করা।’