বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:৫৪

বিএমইউয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে আজ বিএমইউ হাসপাতালের রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক, অফিস প্রধানগণ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এছাড়াও বিজয় দিবসকে সামনে রেখে সোমবার বিএমইউ ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় বিএমইউ’র বি ব্লকের শহীদ ডা. মিলন হলের সম্মুখ প্রাঙ্গণে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয় এবং পরিচালক (হাসপাতাল) অফিসের উদ্যোগে বিএমইউ’র টিএসসিতে নিম, লেবু, কাঁঠালসহ  ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষরোপণ করা হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজদ বলেন, মহান বিজয় দিবসের অঙ্গীকার হলো— একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। আমার ব্রিটিশ শাসন ও শোষণ থেকে, পাকিস্তানি শাসন ও শোষণ থেকে মুক্ত হয়েছি। কিন্তু স্বাধীনতা অর্জন এবং বিজয়ের ৫৪ বছর বছরেও আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ আজও গড়ে তুলতে পারিনি। তাই  একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।

জাতীয় এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমইউ’র ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. মাসুদ রানা, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-১ নিউরোসার্জন বিশেষজ্ঞ ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।