বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩

শেরপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

ছবি : বাসস

শেরপুর, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্টেডিয়ামে ১৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। 

এসমসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ।

পরে ১৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

এর আগে সূর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের সূচনা হয়। পরে ভোর সাড়ে ৬টায় উপজেলা শহীদদের নাম ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।