শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার হওয়া যুবকের নাম মো. কবির।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। তাকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে।
আসন্ন জাতীয় নির্বাচনে ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন।
মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।