বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮

শ্যামনগর থেকে দেশীয় পিস্তলসহ মাদক উদ্ধার

ছবি: বাসস

সাতক্ষীরা, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার শ্যামনগর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তলসহ এক রাউন্ড তাজা গুলি ও মাদক উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকা  থেকে উক্ত অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন মো. মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতরাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে কোস্ট গার্ড স্টেশন কয়রার পক্ষ থেকে  সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা র্কাতুজ, ২ টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত আলামতের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।