বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭

কুড়িগ্রামে শীতে জনজীবন স্থবির, চরবাসীর দুর্ভোগ

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়ে গিয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে । ছবি : বাসস

।। শফিকুল ইসলাম বেবু।।

কুড়িগ্রাম, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়ে গিয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ বৃহস্পতিবার ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকালে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কুয়াশা আরও ঘন হলে তাপমাত্রা দিন দিন কমতে পারে বলেও তিনি জানান।

এদিকে রাত থেকে সকাল পর্যন্ত শীতল হাওয়ায় কাঁপছে মানুষ। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও মিলছে না কাঙ্ক্ষিত উষ্ণতা। এতে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেকে জীবিকার খোঁজে ঘর থেকে বের হতে পারছেন না। ফলে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তাদের অনেকে। এর মধ্যে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও চরাঞ্চলের নিম্নআয়ের মানুষ।
কুড়িগ্রাম পৌরসভার কলেজপাড়া এলাকার আলামিন মিয়া, জসিম উদ্দিন ও আব্দুল জলিল জানান, এমন ঠান্ডায় সকালবেলা ঘর থেকে বের হওয়াই কষ্টকর। দিনমজুরদের আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আকবর হোসেন বলেন, ঠান্ডায় হাত-পা চলতে চায় না। সকালে কাজে যাইতে দেরি হয়। কিন্তু পেট তো আর অপেক্ষা করে না।

নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, এবার ঠান্ডা অনেক বেশি। ছেলে-মেয়ে নিয়ে কষ্টে আছি। এখনো কোনো কম্বল পাইনি।

একই এলাকার হামিদুল ইসলাম বলেন, শীতে মাঠে কাজ করতে গেলে হাত-পা জ্বালা করে, ঠিকমতো কাজ করাও কঠিন হয়ে যায়।

অন্যদিকে, কুড়িগ্রাম সদর হাসপাতালে জ্বর-সর্দিতে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। সন্তানকে চিকিৎসা করাতে আসা রবিউল ইসলাম বলেন, কয়েক দিন ধরে জ্বর-সর্দি, তাই ডাক্তার দেখাতে নিয়ে এসেছি।

তবে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস জানান, এখনো শীতজনিত রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়েনি। উপজেলা থেকে প্রতিদিন যেসব রোগী আসছেন, তারা আউটডোরেই চিকিৎসা পাচ্ছেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, শীতার্তদের সহায়তায় শীতবস্ত্র বিতরণের তালিকা প্রস্তুত হয়েছে। শিগগির জেলার বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ শুরু হবে।