শিরোনাম

রাজবাড়ী, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মহিলা সংগঠনের কর্মী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
নারীর অধিকার, সমতা ও সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা তৈরি করাই আজকের বিভিন্ন আয়োজনের মূল লক্ষ্য। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক।
এ সময় বক্তব্য দেন জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আজমিরি হোসেন, জাতীয় মহিলা সংস্থার আশরাফুন্নেছা শাহীন, এনজিও রাজবাড়ী উন্নয়ন সংস্থার কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম রোকেয়া শুধু একজন লেখক নন, তিনি নারী জাগরণের অগ্রদূত। তার দেখানো পথে হাঁটলেই সমাজে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধ করা সম্ভব।
বক্তারা বলেন, নারীর প্রতি নির্যাতন একটি সামাজিক ব্যাধি, যা দূর করতে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম, সামাজিক নেতৃত্ব, প্রতিকূল পরিস্থিতিতে সংগ্রাম ও সফলতার স্বীকৃতিস্বরূপ জেলার ৩০ জন নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। সংবর্ধিত নারীরা বলেন, এই সম্মান ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বেগম রোকেয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।