শিরোনাম

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদপড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের আবারো সুযোগ দেয়া হয়েছে।
অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেয়া যাবে চলতি মাসের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ১৯ জানুয়ারি।
মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব মাদরাসা প্রধানদের পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে পরীক্ষা-২০২৭ আলিম শ্রেণিতে যে সব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদরাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সে সব শিক্ষার্থী রেজিস্ট্রেশন বোর্ডের (ইএসআইএফ) পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য বলা হলো।
অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ১৯ জানুয়ারি। আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা।