শিরোনাম

সুনামগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনালেবু ১ এর অঙ্গজ বংশবিস্তার পরিচর্যা ও উৎপাদন কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী জেলার ১২ উপজেলার ১০০ জন কৃষক-কৃষাণীদের বিনালেবু-১ এর চাষাবাদ ও পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ সময় সিলেট সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান ড.এম এইচ বোরহান উদ্দিন ভূঁইয়া ভিডিও প্রামান্যচিত্রের মাধ্যমে বিনালেবু চাষাবাদের নিয়ম ও পরিচর্যা বিষয়ে কৃষক কৃষাণীদের পরামর্শ প্রদান করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ বিনা পিএসও এবং শাখা প্রধান (পরিচালনা ও উন্নয়ন কোষ) ড. মোহাম্মদ আশিকুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এইচ মানিকের পরিচালনায় বক্তব্য দেন ময়মনসিংহ বিনা পিএসও ও বিভাগীয় প্রধান ড.মোহাম্মদ নরুন নবী মজুমদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাহাদাৎ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিনালেবু চাষ করে কৃষকরা তাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে। বাজারে লেবুর চাহিদা রয়েছে। খুব কম খরচে লেবুর চাষাবাদ করা যায়।
বাণিজ্যিক ভাবে বাড়ির আশপাশে খালি জায়গায় বিনালেবু-১ সঠিকভাবে চাষ করে লাভবান হওয়া খুবই সহজ।
তারা বলেন, পরিবারের চাহিদা মিটিয়ে এই লেবু বাজারে ১২ মাস বিক্রি করা যাবে। কৃষি অফিস থেকে সঠিক পরামর্শের মাধ্যমে এসব লেবু চাষ করে পরিচর্যা করে নিজেদের ভাগ্য পরিবর্তন করা যাবে। কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বিনা উদ্ভাবিত নতুন জাতের লেবুসহ বিভিন্ন ধরনের নতুন জাত কৃষকদের চাষাবাদে আগ্রহী করে তুলতে হবে।
প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মধ্যে বিনালেবু-১ এর চারা বিতরণ করা হয়।