শিরোনাম

চট্টগ্রাম, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।
নৌবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রয়েছে।
শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ যৌথভাবে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের ঘরে তল্লাশি করে বিদেশি পিস্তল একটি, দেশি পিস্তল দু’টি, একনলা বন্দুক একটি, গ্রেনেড ৪০ মি. মি. এইচই এমজি-৩ সাতটি, গ্রেনেড ৪০ মি. মি. এইচই এমজি-৪ তিনটি, লাইভ এম্যুনিশন-৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগজিন একটি, পিস্তল বল দুই রাউন্ড, ফাকা কার্তুজ ২০ রাউন্ড এবং তিনটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও অস্ত্রসহ সব ধরনের দুষ্কৃতিকারীকে প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।