বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:৫৭

নাটোরে প্রবীণদের স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর

ছবি : সংগৃহীত

নাটোর, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরের গুরুদাসপুরে প্রবীণদের স্বাস্থ্য সেবা কেন্দ্র ‘এল্ডারলি কেয়ার’-এর কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর আহমেদ জামশেদ মোহাম্মদ।

আজ শনিবার বেলা ১১টায় তিনি এই কেন্দ্র পরিদর্শন করেন। তিনি উপজেলার খুবজীপুর এলাকায় ‘এল্ডারলি কেয়ার’-এর সেবা-গ্রহিতাদের বাড়িতে গিয়ে উপহার সামগ্রী প্রদান করেন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টরের সফরকে কেন্দ্র করে ‘এল্ডারলি কেয়ার’ কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘এন্ডারলি কেয়ার’ এর সভাপতি অধ্যাপক ড.ওয়াজিউল আলম চৌধুরী। 

অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আবু দাউদ মিয়া, কাতার চ্যারিটির কান্টি ডিরেক্টর জাকারিয়া আল মোতায়ির, ‘এল্ডারলি কেয়ার’-এর মহাসচিব ব্রিগেডিয়ার ইকবাল হাসান, নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোক্তাদির আরেফীন, গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রকে বিশ্বের একটি মডেল আখ্যায়িত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্টি ডিরেক্টর বলেন, প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের অসাধারণ কার্যক্রম দেখে আমি মুগ্ধ এবং উৎসাহিত হয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ প্রবীণদের স্বাস্থ্য সেবায় কাজ করা। তাদের সুরক্ষায় কাজ করতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ সম্মত হয়েছে। 

তিনি বলেন, প্রবীণদের সেবায় নবীনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। পিতা-মাতা সন্তানদের যেভাবে প্রতিপালন করেছেন, প্রবীণকালে তাদেরকেও সেভাবে দেখতে হবে।