শিরোনাম

ফরিদপুর, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের মাটিতে যখনই গণতন্ত্র ব্যাহত হয়েছে ও ফ্যাসিবাদের উত্থান ঘটেছে তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে একজন আপসহীন নেত্রী হিসেবে সংগ্রাম করে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দল নয় সারা বাংলাদেশের হাল ধরেছিলেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে খালেদা জিয়া মানুষের পাশে থেকে মানবাধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় লড়াই সংগ্রাম করেছেন। আর সেই কারণে ফ্যাসিবাদীদের দেওয়া মিথ্যা মামলায় ছয় বছর জেল খেটেছেন, যা তাকে অসুস্থ করে দিয়েছে।
শনিবার বিকালে নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী এম এন একাডেমি স্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।