শিরোনাম

ঠাকুরগাঁও, ৬ ডিসেম্বর, ২০২৫, (বাসস) : ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার একটি সুযোগ তৈরি হয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।
আজ শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও-৩ আসনের যুব বিভাগের আয়োজনে তারুণ্যের উৎসবে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলো যেটা পারেনি, সেটি তরুণেরা করে দেখিয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে। এই সুযোগকে আমরা বৃথা যেতে দেব না।
তিনি বলেন, বিগত ৫৪ বছরে ঠাকুরগাঁওয়ের জনমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নেতৃত্বের অযোগ্যতা, দুর্নীতি’ কারণে উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোনো উন্নতি হয়নি।
সাদিক কায়েম বলেন, লন্ডনে ও দিল্লিতে বসে আর কোনো রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে এ দেশে এসে করতে হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাসহ কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছে। তাই যাদের কথা এবং কাজে মিল আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই ধরনের ইনসাফের প্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার।
এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, সাবেক জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।