শিরোনাম

চাঁদপুর, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ মতলব উত্তর উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরে শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়ায় এলাকায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে এসব কম্বল বিতরণ করা হয়।
ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াছিন মোল্লার সভাপতিত্বে এ কর্মসূচীতে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. তারেক সরকার, যুবদল নেতা আবুল কালাম খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছোট হলদিয়া আল-মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ ওয়াসিম আহমেদ।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।