শিরোনাম

নরসিংদী, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে জেলার শিবপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়।
এসময় শিবপুর উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত ১২০ জন হাফেজ অংশ নেন এবং সম্পূর্ণ কোরআন খতম করে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করেন।
অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, উপজেলা জাসাস-এর আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব মাহবুব খান সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় ও স্থানীয় পর্যায়ে ধারাবাহিকভাবে দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হচ্ছে।