শিরোনাম

সুনামগঞ্জ, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আজ সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে শিশু-কিশোরদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের উদ্যোগে আজ সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাসরিন আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ ও চিত্রশিল্পী স্বপন চৌধুরী।
বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে।
প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীকে হটিয়ে সুনামগঞ্জকে শত্রুমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। হানাদারবাহিনী ও তাদের দোসররা শহর ছেড়ে পালিয়ে যায়। বিজয় উল্লাসে মেতে উঠে রাস্তায় নেমে আসেন সাধারণ জনতা। বিজয়ের উল্লাসে স্লোগানে সেদিন মুখর হয়েছিল সুনামগঞ্জ শহর।