বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪

কুড়িগ্রামে হানাদারমুক্ত দিবস পালিত

ছবি : বাসস

কুড়িগ্রাম, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে আজ জেলায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলার বীর মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে পাক হানাদার বাহিনী পশ্চাদপসরণ করলে কুড়িগ্রাম শত্রুমুক্ত হয়।

এ উপলক্ষে আজ সকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে নানা কর্মসূচি পালন করা হয়।

সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য এক বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক গৌরবময় ইতিহাস। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে এ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আব্দুস সালাম, বীর প্রতীক আব্দুল হাই সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ।