বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:১৬

সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে গোলটেবিল বৈঠক

আজ লালমনিরহাটে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে । ছবি : বাসস

লালমনিরহাট, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর লালমনিরহাট জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।  

‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন, সুজনের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক। বিশেষ অতিথি ছিলেন সুজনের সহ-সভাপতি অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায়।

সভায় বক্তারা বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রকে টিকিয়ে রাখার মূল শক্তি। সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং ভোটারদের মাঝে গণতান্ত্রিক চেতনা জোরদার করতে হলে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

গোলটেবিল আলোচনায় জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করা, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা। ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি আবু হাসনাত রানা।