বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:২৬

পটুয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

পটুয়াখালী, ৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুসাব্বির হোসেন।

এসময় কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি এম.এ. মান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহন করেন।