শিরোনাম

সাতক্ষীরা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার দেবহাটা সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার দেবহাটা উপজেলার বসন্তপুর বেঁড়িবাধ ও ভাতশালা স্লুইচ গেট এলাকা থেকে মাদকের চালান দুটি জব্দ করা হয়। নীলডুমুর-১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজীব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, দেবহাটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মহসিন গাজীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল বসন্তপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা টহল দলের কাছাকাছি আসলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থামানোর চেষ্টা করা হয়। পরে তারা নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ ও ভারতীয় অফিসার্স চয়েজ মদ ফেলে পালিয়ে যায়। সেখান থেকে উক্ত মাদক জব্দ করা হয়।
এদিকে, শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. ফিরোজ আহম্মেদের নেতৃত্বে বিজিবির অপর একটি টহল দল ভাতশালা স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় উইনসিরিক্স সিরাপ উদ্ধার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় কুখ্যাত মাদক চোরাকারবারি মো. মামুন কয়েল এর ভাই মো. রফিকুল ইসলাম (নিধা কয়েল) এসব মাদকদ্রব্য আমদানির সঙ্গে জড়িত। তাদের ধরতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, সীমান্ত এলাকায় মাদক রোধে বিজিবি বদ্ধপরিকর। এর অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।