বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল। ছবি : বাসস

বাগেরহাট, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটে বিএনপি ও অঙ্গ সংগঠন সপ্তাহ ধরেই কোরআন খতম, মিলাদ, সদকাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮টায় বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মির্জাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা নিয়াজ হোসেন শৈবাল, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হানু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমউল আজিম, জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, আল ইমরানসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।  

সভায় সভাপতিত্ব করেন কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন।

এ সময় এটিএম আকরাম হোসেন তালিম বলেন, আপসহীন গণতন্ত্রের প্রতীক, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি শুধু বিএনপির নেত্রী নন—তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার সংগ্রামের অবিচল প্রেরণা।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশবাসীর দোয়া, ভালোবাসা ও আল্লাহর রহমতে তিনি শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি সবসময় মানুষের অধিকার, ভোটের অধিকার, বাক্‌স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করেছেন। দেশের এই সংকটময় সময়ে তার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, সমগ্র জাতির জন্য গুরুত্বপূর্ণ।