বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:৫২

ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা 

ছবি: বাসস

টাঙ্গাইল, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাতে উপজেলা লক্ষিন্দর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পিপলস পোল্ট্রি ফার্ম সংলগ্ন সিদ্দিকখালী রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

এ সময় তিনি জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মো: সাত্তার মিয়া নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুসারে ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

জাহিদুর রহমান জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে ফসলি জমি এবং রাস্তাঘাট ধ্বংসের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। 

দন্ড প্রদানের পাশাপাশি অভিযানে জব্দকৃত মাটি স্থানীয় জনকল্যাণে ব্যবহারের জন্য সলিং বাজার জামে মসজিদ কমিটির কাছে হস্তান্তরের নির্দেশনা প্রদান করা হয়।