শিরোনাম

ফরিদপুর, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মধুখালী বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত ৪০টি আসনের মধ্যে ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন লাভের বিষয়টি নিশ্চিত হয়।
খবর পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরিদপুর-১ আসনভুক্ত তিনটি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে মনোনয়নের এ খবর পাওয়ার পর তিন উপজেলার নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, দেশনেত্রী সুস্থ থাকলে এই মনোনয়ন লাভে অনেক বেশি খুশি হতে পারতাম। এ সময়ে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
নাসিরুল ইসলাম এ আসন থেকে অপর মনোনয়ন প্রত্যাশীদের একসাথে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।