বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৪১

মুন্সীগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ, ৪ ডিসেম্বর ২০২৫ ( বাসস ): জেলার গজারিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. ইব্রাহিম (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। মো. ইব্রাহিম কক্সবাজার জেলার টেকনাফ থানার লম্বাবিল হোয়াইকং এলাকার আব্দুল খালেকের পুত্র।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, আজ ভোররাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদের নেতৃত্বে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় পাখির মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ মো. ইব্রাহিমকে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ জানান, মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মো. ইব্রাহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।