বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীতে ছাত্রদলের কম্বল বিতরণ

ছবি : বাসস

নরসিংদী, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

পলাশ উপজেলা ছত্রদল ও ঘোড়াশাল শহর ছাত্রদলের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসব কর্মসূচি পালন করেন। 

বিএনপির স্থায়ী কমিটির ও নরসিংদী-২ আসনে মনোনীত প্রার্থী ড. আবদুল মঈন খানের নির্দেশনায়  উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের একটি মাদ্রাসা ও এতিমখানার প্রায় শতাধিক এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

পরে এতিমখানার শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। 

এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।