বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

শরীয়তপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ

ছবি : বাসস

শরীয়তপুর, ৪ ডিসেম্বর ২০২৫(বাসস): জেলার ডামুড্যা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। 

আজ সকাল দশটায় ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন।

বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে, বারি-১৪ জাতের সরিষা , ব্রী- ৯২ এবং  ব্রী-১০২ জাতের ধান বীজ । এসময় ৪৬ জন কৃষককে জনপ্রতি এক কেজি করে সরিষা বীজ এবং ১৯৪ জনকে পাঁচ কেজি করে ধান বীজ বিতরণ করা হয়। এছাড়াও দশটি প্রদর্শনী প্লটের জন্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।