শিরোনাম

দিনাজপুর, ৪ ডিসেম্বর ২০২৫(বাসস) :জেলার বিরল উপজেলায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিভিন্ন এতিম খানায় ছোদগায় জাহিরা দিয়ে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর-২ আসনের বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এ উপলক্ষে বিরল উপজেলার এতিমখানাগুলোতে খতম-এ শিফা শেষে বিশেষ মোনাজাত ও এতিম শিশুদের মাঝে ছোদগা-এ জাহিরা দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। এর আগে দুপুরে এতিম শিশুদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়।
এছাড়াও জেলার বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকেলে এক সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আখতারুজ্জামান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস প্রমুখ।
সমাবেশ শেষে বাদ আসর বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মানাজাত পরিচালনা করেন পৌর ওলামা দলের সভাপতি মওলানা ফেরদৌস আলী।